Bangladesh

73 sent to quarantine in Bangladesh
Amirul Momenin

73 sent to quarantine in Bangladesh

Bangladsh Live News | @banglalivenews | 18 Jun 2020, 07:59 am
ঢাকা, জুন ১৮ : কুয়েত থেকে দেশে ফেরত আসা ৭৩ জন প্রবাসী বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে তাদের কোয়ারেন্টাইনে পাঠায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।

বিমানবন্দরের হেলথ ডেস্ক জানায়, মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কুয়েত থেকে ৮৯ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে ১৬ জন যাত্রী স্বাস্থ্য সনদ ও কোভিড-১৯ নেগেটিভ সনদ এনেছেন।

বাকি ৭৩ জনের কেউই স্বাস্থ্য সনদ না আনায় তাদের বুধবার ভোরে হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বাকি ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।


সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার অন্যতম শর্ত হিসেবে করোনা নেগেটিভ সনদ আনতে বলেছিল বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বেশিরভাগ যাত্রী সনদ না নিয়েই দেশে চলে এসেছেন।


হেলথ ডেস্ক জানায়, কুয়েত ও কাতার বিমানবন্দরে থার্মাল স্ক্যানার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। সেখানে কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি।