Bangladesh
6 drug peddlers arrested
ঢাকা, আগস্ট ৯ঃ র্যাব আজ জানিয়েছেন যে ফেনীর সদর উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে ৩৯ হাজার ইয়াবাসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
পশ্চিম রামপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে এই বস্তুগুলি আটক করেছে র্যাব।
আটক ব্যাক্তিদের পরিচয় এখন জানায়নি র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে র্যাব এই বাসে তল্লাশি চালায়।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস চেকপোস্ট অতিক্রম করে ও স্থান থেকে পালানোর চেস্তা করে।
র্যাব তাড়া করে বাস্তিকে আটক করে।
সেই সময় সন্দেহজনক ছ্য ব্যাক্তিকে আটক করা হয়।
আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
