Bangladesh

41 illegal NGOs working in Rohingya camps removed

41 illegal NGOs working in Rohingya camps removed

Bangladesh Live News | @banglalivenews | 01 Sep 2019, 08:31 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ১ : রোহিঙ্গা ক্যাম্পে বেআইনী কাজে জড়িয়ে পড়ায় ৪১টি বেসরকারি সংস্থাকে (এনজিও) সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শনিবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

শর্তের বাইরে গিয়ে কিছু এনজিও নতুন করে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দারা এসব বেসরকারি সংস্থাকে চিহ্নিত করার কাজ শুরু করছেন।

 

চিহ্নিত করা গেলে এসব এনজিও’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর কক্সবাজারে ১শ’ ৩৯টি দেশি-বিদেশি এনজিও রোহিঙ্গাদের সহায়তায় কাজ শুরু করেছিল।


মোমেন বলেন, ‘বিদেশি বেসরকারি সংস্থাগুলো (এনজিও) বাইরে থেকে টাকা এনে রোহিঙ্গাদের সাহায্য করেন। এতে আমরা লাভবান হই। কিন্তু যখনই টাকাগুলো সঠিক পন্থায় খরচ না হয়, তখনই সমস্যার সৃষ্টি হয়।’ এর আগে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন।