World

Malaysian travellers held by Chinese police for reading Namaz

Malaysian travellers held by Chinese police for reading Namaz

Bangladesh Live News | @banglalivenews | 31 Dec 2019, 09:15 am
বেইজিংঃ চীনে একদল মালয়েশিয়ান পর্যটককে সেই দেশের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মসজিদে নামাজ আদায় করবার জন্য আটক করা হয়েছে।

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে যে 'অনুমতি' না নিয়ে পড়বার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়।

 

পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

ওয়ার্ল্ড অব বাজ নামের এক নিউজ পোর্টালে এই খবর প্রকাশিত হয়েছে।

 

দেশে ফেরার পরে এই মানুষেরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন।

 

এক পর্যটক নিজের এই ঘটনার বিবরণ ফেসবুকে শেয়ার করেন।

 

উনি বলেন যে নামাজের পরে ওনারা দেখতে পান মসজিদের বাইরে চীনের সশস্ত্র বাহিনী এবং পুলিশ দাঁড়িয়ে আছে।

 

উনি বলেন যে তাদের আটক করে পুলিশ এক জায়গায় নিয়ে যায়। উনি আরও বলেন যে তাদের সঙ্গে থাকা তাদের ট্যুর গাইড সেসময় চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

প্রসঙ্গত, পর্যটক দলের লিডার খির আরেফিন সেসময় তার দলের একজনকে যিনি মালয়েশিয়ান সংবাদ সংস্থা ‘বারনামা’র সিনিয়র এডিটর তাকে তার সহকর্মীদের সাথে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছিলেন বলে  ওয়ার্ল্ড অব বাজ নিজেদের প্রতিবেদনে জানিয়েছেন।

 

ছবিঃ জিকরি ফুয়াদ ফেসবুক পেজ