World
Galwan clash: ITBP officials laud jawans for bravery, repelling Chinese attack
সাহসিকতার সঙ্গে লড়াই করার জন্য ভারতীয় সেনারা প্রশংসা কুড়িয়ে নিয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনী (আইটিবিপি) কর্মকর্তাদের থেকে।
শুক্রবার এই নিয়ে প্রথম বার মুখ খুলে এক বিবৃতিতে আইটিবিপি জানিয়েছে, পূর্ব লাদাখে ভারতের জমিতে চীনা হানাদারদের প্রবেশ করতে দেয়নি তাদের সেনারা।
গালওয়ান উপত্যকায় পরিস্থিতি এতটাই তীব্র যে, একটানা ২০ ঘণ্টা যুদ্ধ করতে হয়েছে সেনাদের।
ভারতীয় সৈনিকদের পাহাড়ী অঞ্চলে লড়াইয়ের অভিজ্ঞতা এক্ষেত্রে চীনা বাহিনীকে বেকায়দায় ফেলতে কাজে এসেছে। ভারতীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষস্থল থেকে আহত সেনাদেরও উদ্ধার করেন আইটিবিপির সদস্যরা।
তাদের এই সাহসিকতা এবং চীনা বাহিনীকে রুখে দেওয়ার জন্য ২৯৪ জন সেনাকে সম্মানিত করা হচ্ছে।
প্রায় ৯০ হাজার জওয়ান নিয়ে গঠিত আইটিবিপি।
মূলত চীনের সঙ্গে সাড়ে তিন হাজার বর্গমাইল লম্বা প্রকৃত নিয়ন্ত্রণরেখার সুরক্ষায় মোতায়েন থাকে তারা।
লাদাখের কারাকোরাম গিরিপথ থেকে শুরু করে অরুণাচল প্রদেশের জাচেপ লা পর্যন্ত সীমান্তের নজরদারি করে ভারতের এই আধাসামরিক বাহিনীটি।
এর ফলে পাহাড়ি অঞ্চলে লড়াই ও পাল্টা হামলায় অভিজ্ঞ এই আধাসামরিক জওয়ানরা। তাই চীনা বাহিনীর আচমকা পাথর ও রড নিয়ে হামলা সামলে দেন ভারতীয় এই বাহিনীটি।
গালওয়ান উপত্যাকায় হওয়া এই ঘটনা ভারত-চীন সংঘর্ষের ইতিহাসে অন্যতম রক্তাক্ত এক অধ্যায়। সংঘর্ষের জেরে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান।
