Travel
Flights to operate from Bangladesh to China right now
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২৯ : করোনাভাইরাসের বিস্তাররোধে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থাইল্যান্ড, চীন, হংকং ও যুক্তরাজ্য বাদে বাকি সব দেশের ফ্লাইট আগমন বাতিল করেছিল।
এর মধ্যে হংকং ও থাইল্যান্ড রুটে যে দুটি এয়ালাইন্স ফ্লাইট চালাতো, তারাও কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
শেষে ছিল কেবল যুক্তরাজ্য ও চীন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ফ্লাইট পরিচালনা করতো, সেই ফ্লাইটও স্থগিত করা হয়েছে।
ফলে আজ রোববার (২৯ মার্চ) থেকে চীন ছাড়া আর কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্লেন চলাচল থাকবে না।
চীনের উহান শহর থেকে (করোনাভাইরাস) ছড়িয়ে পড়ার পর বিশ্বের বেশিরভাগ দেশ ওই রুটে প্লেন চলাচল বন্ধ করে দেয়।
পরে এই ভাইরাস যে দেশে গেছে, সেই দেশের সঙ্গে প্লেন চলাচল স্থগিত করে সংশ্লিষ্ট দেশগুলো। এই অবস্থা বিবেচনায় গত ২১ মার্চ রাত ১২টা থেকে চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং বাদে সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার।
