Sports
Shakib won't feature in last Test
ঢাকা, মার্চ ১১ঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টেও খেলবেন না সাকিব আল হাসান।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত কদিন ধরে নিয়মিত উনি আসছেন তবে শেষ টেস্টে নামতে পারবেন না উনি।
বিপিএলের ফাইনালে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন অধিনায়ক।
সেই কারনে উনি জেতে পারেনি নিউ জিল্যান্ড সফরে।
সিরিজের তিন নম্বর টেস্টে ফেরবার আশা ছিল।
তবে, তৃতীয় টেস্টে ফিরছেন না উনি।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন যে এখন ম্যাচ খেলার মত অবস্থায় আস্তে সময় লাগবে ওনার।
Image: Wikimedia Commons
