Sports

Sanath Jayasuriya punished by ICC

Sanath Jayasuriya punished by ICC

Bangladesh Live News | @banglalivenews | 26 Feb 2019, 08:42 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৬ঃ সনাৎ জয়াসুরিয়াকে দুই বছরের জন্য আইসিসি দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের জন্য শাস্তি দিয়েছেন।

এর ফলে, শ্রীলংকার সাবেক অধিনায়ক, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, সাবেক সংসদ সদস্য ও দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যক্তিত্বকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।


গত অক্টোবরে আইসিসি ধারা ভঙ্গের অভিযোগ এই ক্রিকেতারের বিরুদ্ধে আনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

 

যে দুই বিষয় এই বিস্ফোরক খেলোয়াড়ের বিরুদ্ধে আইন ভঙ্গনের বিষয় তোলা হয়েছিল তা হল আইসিসি দুর্নীতি দমন ইউনিটের (আকসু) তদন্তে সহযোগিতা না করা সংক্রান্ত ও প্রাসঙ্গিক তথ্য গোপন বা বিকৃত বা ধ্বংস করে তদন্তে বিঘ্ন ঘটানো বা দেরি করানো।

 

নিজেদের বিবৃতিতে আইসিসি জানিয়েছে হয়ে সনাৎ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বিকার করে নিয়েছেন।