Sports

Rumana grabs ICC cap

Rumana grabs ICC cap

Bangladesh Live News | @banglalivenews | 25 Mar 2019, 09:26 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২৫: আইসিসির বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলে বাংলাদেশের একমাত্র সদস্য হিসেবে জায়গা করে নিয়েছিলেন রুমানা আহমেদ।

গত ডিসেম্বরেই বিশ্বসেরা একাদশে নাম ওঠে তার। অবশেষে সেই স্বীকৃতিও মিলে গেছে বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটারের। আইসিসি থেকে তার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আইসিসি টিম অব দ্য ইয়ারের ক্যাপ।


আইসিসির কাছ থেকে ক্যাপ পাওয়ার পর গর্বিত বাংলাদেশ নারী দলের সদস্য রুমানা আহমেদ সেটা মাথায় পরে ছবিও তুলেছেন। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয় ভারতের হারমানপ্রিত কাউরকে। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি।


আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলের একাদশে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মোট ৪ জন আছেন অস্ট্রেলিয়ার। ভারতের ৩ জন, নিউজিল্যান্ডের ২ জন, ইংল্যান্ডের ১ জন এবং বাংলাদেশ থেকে ১ জন।


বাংলাদেশের তারকা রুমানা আহমেদ মূলতঃ অলরাউন্ডার। লেগস্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও বেশ ভালো জানেন। দেশের হয়ে ৫৮টি টিটোয়েন্টিতে রুমানা নিয়েছেন ৫২ উইকেট। ব্যাট হাতে করেছেন ৬৬৩ রান।