Sports

Rahim injured while playing football

Rahim injured while playing football

Bangladesh Live News | @banglalivenews | 17 Apr 2018, 07:47 am
ঢাকা, এপ্রিল ১৭ঃ চোটের জন্য তিন সপ্তাহ মাঠের থেকে ছিটকে গেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম।
ফুটবল খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক।

চলতি বিসিএলের পঞ্চম রাউন্ডে এই চোটের কারণে আর খেলতে পারবেন না ক্রিকেটার।

এমনকি চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন ওনাকে বিশ্রামে থাকতে হবে এক সপ্তাহ।

তারপরে ওনার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হবে।

গত শুক্রবার ম্যাচের শেষ দিনে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে এই চোট ওনার লাগে, সংবাদ মাধ্যমস সুত্রে জানা গেছে।

নাসির হোসেন কিছুদিন ফুরবাল খেলতে গিয়ে চোট পান।

ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন উনি।

ওনার  হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়।