Sports
Pakistan beat Bangladesh in first T20
লাহোরঃ শুক্রবার পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের খুব একটা সুন্দর শুরু হয়নি যাত্রা কারণ প্রথম টি ২০ ম্যচেই ৫ উইকেট ও ৩ বল হাতে থাকতেই বিজয়লাভ করেছ প্রতিপক্ষ দল।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৪১ রান করে পাঁচ উইকেট হারিয়ে।
পাল্টে ব্যাট হাতে পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে ১৪২ রান করে।
এই বিজয়ের সাথে পাকিস্তান সিরিকে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
তামিম (৩৯) ও নাঈম (৪৩) এই ম্যাচে গর্জে ওঠেন।
আফ্রিদি (৪-০-২৩-১), রউফ (৪-০-৩২-১) ও শাদাব (৪-০-২৬-১) এই ম্যাচে পাকিস্তানের হয়ে উইকেট তোলেন।
মালিক (৫৮*) উপরে ভর করে পাকিস্তান পড়ে সহজেই ম্যাচটি জিতে নেন।
