Sports
Jason Holder banned from playing one Test match
বার্বাডোজ,ফেব্রুয়ারি ৪ঃ বিজয়ের পথে কাটা সৃষ্টি করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অলরাউন্ডার জেসন হোল্ডারকে মাঠের বাইরে বসতে হবে।
আসলে, দলের মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ক্যারিবিয়ান এই অধিনায়কের।
১০ উইকেটে জেতা অ্যান্টিগা টেস্টে মন্থর ওভার রেটের পর আইসিসি অধিনায়ককে এক টেস্টে খেলার বিষয় নিষেধাজ্ঞা জারি করেছেন।
এই সিরিজ জেসনের জন্য খুব গুরুত্বপূর্ণ।
বার্বাডোজে ৩৮১ রানে জেতা প্রথম টেস্টে উনি নিজের হাতে ডবল সেঞ্চুরি করেন।
আর এই দুর্দান্ত ইনিংসের ফলে উনি সাকিব আল হাসানকে সরিয়ে ওঠেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় পৌঁছান।
যেহেতু এই টেস্ট ম্যাচ খেলবেন না জেসন সেই কারণে শেষ ম্যাচে দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন সহ-অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ।
কিমো পল এই ম্যাচে জেসনের জায়গায় স্থান পেতে পারেন।
গতিময় পেসার ওশান টমাসকেও এই ম্যাচে স্থান পেতে পারেন।
Image: ICC website
