Sports
Chris Gayle to play his last 50 overs match during World Cup
ঢাকা, ফেব্রুয়ারি ১৯ঃ আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের পরে আর একদিনের ক্রিকেট খেলবেন না ক্রিস গেইল।
ওনার বয়স এখন ৩৯।
নিজের দুর্দান্ত ব্যাট হাতে খেলার জন্য
‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিত উনি।
আগে, এই বিস্ফোরক ব্যাটসম্যান ভারত ও বাংলাদেশ সফরের ওয়ানডে দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর গেইল আবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফিরছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে।
বুধবার বারবাডোজে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের সিরিজই হবে ওনার দেশের হয়ে শেষ একদিনের ক্রিকেট সিরিজ।
“অবশ্যই, ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপই আমার শেষ। আমি তরুণদের মজা করার সুযোগ দেব। তখন আমি পার্টি স্ট্যান্ডে বসে ওদের মজা দেখব," উনি সাংবাদিকদের বলেন।
"বিশ্বকাপ জিততে পারলে সেটি হবে রূপকথার মতো শেষ," উনি বলেন।
