Sports

Bangladesh selectors name team for World Cup

Bangladesh selectors name team for World Cup

Bangladesh Live News | @banglalivenews | 16 Apr 2019, 11:44 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ১৭ : আগামী মাসের শেষের দিকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একমাত্র চমক নতুন মুখ ডান-হাতি পেসার আবু জায়েদ রাহি।

বাংলাদেশের হয়ে ৫টি টেস্ট ও ৩টি টি-২০ খেললেও এখন পর্যন্ত ওয়ানডে খেলতে পারেননি তিনি। দলে সুযোগ হয়নি ডান-হাতি পেসার তাসকিন আহমেদের। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বেই খেলবে আসন্ন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। তার ডেপুটি হিসেবে থাকছেন সাকিব আল হাসান।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাংবাদিক সম্মেলন কক্ষে বিশ্বকাপ দল ঘোষণা করেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


আসন্ন বিশ্বকাপ নিয়ে গেল কয়েকদিন আলাপ-আলোচনা ছিলো বেশ। ১০-১২ জন নিশ্চিতই ছিলেন বিশ্বকাপের দলে জায়গা পেতে। অবশেষে চমক দিয়েই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হলো। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পাওয়া রাহি এর আগে ৫ টেস্টে ১১ ও ৩ টি-২০তে ৪ উইকেট শিকার করেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের হয়ে এখন অবধি ৯ ম্যাচে ৪০০ রানে ১২ উইকেট শিকার করেছেন রাহি।


অবশ্য পেসার হিসেবে দলে সুযোগ পাবার দৌঁড়ে ছিলেন তাসকিন ও শফিউল ইসলাম। কিন্তু তাসকিন-শফিউলকে পেছনে ফেলে দলে জায়গা করে নিলেন রাহি। গত বিপিএল টি-২০ টুর্নামেন্টে ফিল্ডিং-এর সময় ইনজুরিতে পড়েন তাসকিন। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের অপরিহার্য খেলোয়াড় শফিউল এবার আর সুযোগ পাননি। চলমান লিগে ৮ ম্যাচে ১২ উইকেট শিকার রয়েছে তার। তাই মাশরাফি-মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের সাথে চতুর্থ পেসার হিসেবে বিশ্বকাপ মাতাবেন রাহি। অলরাউন্ডার হিসেবে তাদের সাথে পেস অ্যাটাকে থাকবেন সাইফউদ্দিন। চলমান লিগে আবাহনী লিমিটেডের হয়ে ৯ ম্যাচে ১৭ উইকেট রয়েছে তার।


এদিকে, মিডল-অর্ডারে আছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান। মিঠুন ও সাব্বির বাংলাদেশের সর্বশেষ দলে থাকলেও এশিয়া কাপের পর আবারো দলে ফিরলেন মোসাদ্দেক। প্রিমিয়ার লিগে মোসাদ্দেকের ইনফর্মে থাকাটা দলে সুযোগ করে দেয়। ১২ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪২৮ রান করেছেন মোসাদ্দেক।


এছাড়া বিশ্বকাপের দলে আছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ। চলমান লিগে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি এই তিন খেলোয়াড়। পাঁচ ম্যাচে লিটন দু’টি হাফ-সেঞ্চুরি করলেও, সৌম্য ৯ ম্যাচে ১৮০ রান করেছেন। মিরাজ পাঁচ ম্যাচে বল হাতে ৪টি উইকেট নেন।
বাংলাদেশের বিশ্বকাপ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহি।