Sports
Bangladesh improves in ICC rankings
ঢাকা, মে ১ঃ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করেছে বাংলাদেশ দল।
নতুন র্যাঙ্কিং অনুযায়ী, এক ধাপ উপরে উঠেছে এই দল।
নতুন র্যাঙ্কিং অনুযায়ী, আট নম্বর জায়গায় উঠেছে বাংলাদেশ।
এই প্রথমবার আট নম্বর জায়গায় পৌঁছেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ এই তালিকায় এক ধাপ নেমে গেছে।
এখন এই দলটি র্যাঙ্কিং তালিকায় নয় নম্বরে।
৬৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি প্রথমবার নয় জায়গায় পৌঁছেছে।
ওয়েস্ট ইন্ডিজের থেকে ১ পয়েন্ট উপরে আছে বাংলাদেশ।
ভারত এই মুহূর্তে পৃথিবীর সেরা টেস্ট দল।
