Sports
Bangladesh beat Zimbabwe
জয়ের জন্য ২০১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসার মোস্তাফিজের আগুনে বোলিং এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের মায়াবি ঘূর্ণিও ফাঁদে পড়ে জিম্বাবুইয়ানরা।
অলআউট হন ১৫২ রানে। ফলে ৪৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গত বছর ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরপর টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। দুটি ভারতের কাছে এবং অন্য দুটিতে পাকিস্তানের কাছে।
অবশেষে জিম্বাবুয়েকে ডেকে এনে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান এবং আমিনুল ইসলাম বিপ্লব নেন ৩টি করে উইকেট। একটি করে উইকেট নেন শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আফিফ হোসেন ধ্রুব।
ম্যাচসেরা সৌম্য সরকার : প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার।
বিয়ের কারণে বিসিবি থেকে ছুটি নেন তিনি। যে কারণে খেলতে পারেননি একমাত্র ম্যাচের টেস্ট সিরিজ।এরপর সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য যে দলটি ঘোষণা করা হয়, সেখানেও রাখা হয়নি সৌম্যকে। তৃতীয় ম্যাচের দলে রাখা হলেও সৌম্য কিন্তু একাদশে ছিলেন না।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সৌম্য শুনলেন, ভুলে নাম বাদ পড়েছে তার।
