Sports

Bangladesh beat West Indies in T20 series

Bangladesh beat West Indies in T20 series

Bangladesh Live News | @banglalivenews | 06 Aug 2018, 12:50 pm
ফ্লোরিডা, আগস্ট ৬ঃ ফ্লোরিডায় বাংলাদেশের ছেলেরা আবার একটি ন্তুন ইতিহাস সৃষ্টি করেছে।

তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ-লুইস আইনে ১৯ রানে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

 

সোমবার এই জয়ের সাথে দেশের ইতিহাসে দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ জ্য ক্রল বাংলাদেশ।

 

আজকে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভারে করেছিল ১৮৪ রান।

 

১৭ ওভারের শুরুতে বৃষ্টি আসায় মাঠ ছেড়ে বেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

 

সেই সময় স্কোরবোর্ডে রান দাঁড়িয়েছে  ১৩৫ রান।

 

লিটন ৬১, তামিম (২১) ও পরে মাহমুদউল্লাহ (৩২*) হাত ধরেই এই ম্যাচে বড় রান গড়ে বাংলাদেশ।

 

ব্র্যাথওয়েট (২/৩২) ও পল (২/২৬) ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুতি করে উইকেট নেন।

 

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা রান করেন রাসেল (৪৭)।

 

প্রথম ম্যাচে হেরে, পর পর দুতি জয় ছিনিয়ে নিয় ম্যাচে দারুন ভাবে ফিরে সিরিজ জিতেছে ক্যারিবিয়ান দল।

 

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ তিনটি উইকেট পান।

 

Image: BCB Twitter page