Sports

Bangladesh beat West Indies by 12 runs, series stands 1-1

Bangladesh beat West Indies by 12 runs, series stands 1-1

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2018, 11:19 pm
ফ্লোরিডা, আগস্ট ৫ঃ মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে খেলতে নেমে দ্বিতীয় টি ২০ ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়ে সিরিজে রোববার সমতা ফিরিয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নিজেদের ২০ ওভারে তুলেছে পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রান।

 

ব্যাট করতে নেমে, ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৫৯ রানে শেষ হয়ে যায়।

 

তামিম ও সাকিবের ৫০ বলে ৯০ রানের জুটি এক সময় তিন উইকেট হারিয়ে ঢুকতে থাকা বাংলাদেশকে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়।

 

নিজেদের ঝকঝকে ইনিংসে ৪৪ বলে ৭৪ করেছেন তামিম ও ৩৮ বলে ৬০ করেন সাকিব।

 

পল ও নার্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট তোলেন।

 

ব্যাট হাতে নেমে ক্যারিবিয়ানদের শুরু খুব একটা ভালো হয়নি।

 

এক সময় ৫৮ রানে চার উইকেট হারিয়ে বেশ সমস্যায় পড়ে দল।

 

তবে, বাংলাদেশের বোলারদের আঁটসাঁটও বোলিং এর সামনে বেশিক্ষণ দুর্গ ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানেরা।

 

ফ্লেচার (৪৩) ও পাওয়েল (৪৩) দুজনে মিলে ব্যাট হাতে অবদান রাখলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে দলকে।

 

মোস্তাফিজ ও নাজমুল তিনটি করে উইকেট নেন ও অধিনায়ক সাকিব পান দুটি উইকেট।


 Image: BCB Twitter page