Sports

Bangladesh beat Pakistan

Bangladesh beat Pakistan

Bangladesh Live News | @banglalivenews | 09 Dec 2018, 10:49 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১০: প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো।

তবে পাকিস্তানে বিপক্ষে বাঁচা মরার ম্যাচে তাদেরকে হারিয়ে সেমিফাইনালে উঠলো বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল। রোববার এসিসি ইমার্জিং টিমস কাপ আসরে ‘বি’গ্রুপের শেষ ম্যাচে দাপুটে নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানে জয় পায় তারা।


টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখালেন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে সেঞ্চুরির সঙ্গে বল হাতে দুই উইকেট নেন মোসাদ্দেক। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে তিন অর্ধশতকে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ পৌঁছে ৩০৯/৫-এ। সর্বোচ্চ ৮৫ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। ওপেনার জাকির হাসান ৬৯ ও ছয় নম্বরে ব্যাট হাতে ইয়াসির আলী করেন ৫৬ রান।


জবাবে ৪৬.৫তম ওভারে ২২৫ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বল হাতে ১০ ওভারের স্পেলে মাত্র ৩৬ রানে তিন উইকেট নেন সদ্য টেস্ট অভিষেক হওয়া অফস্পিনার নাঈম হাসান। মোসাদ্দেক হোসেন নেন দুই উইকেট।