South Asia
PM Modi urges people to switch off lights, light up mobile flashlights, candle for nine minutes on Sunday to fight COVID19
আগামী রোববার রাত নয়টায় উনি ভারতের সকল নাগরিককে ৯ মিনিটের জন্য প্রদীপ প্রজ্বালন করে করোনা রুখতে মহাশক্তির প্রকাশ ঘটানোর আহ্বান করেছেন।
আজ সকালে একটি ভিডিও বার্তায় উনি এই কথাগুলি বলেন।
প্রসঙ্গত, উনি আজ সকাল ৯ টার সময় নিজের বার্তাটি নিজের টুইটার ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে প্রকাশ করেন।
গতকাল উনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয় কথা বলেছিলেন।
নিজের ভিডিও বার্তায় আজ উনি বলেনঃ "আগামী ৫ এপ্রিল রাত ৯টায় আমি আপনাদের থেকে ৯ মিনিট চাইছি। ওই সময়ে বাড়ির সব আলো বন্ধ করে ঘর বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান।"
"এতেই মহাশক্তির প্রকাশ ঘটবে। ওই শক্তি দিয়েই প্রকাশ পাবে যে, আমরা কেউ একা নই, সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রয়েছি," উনি বলেন।
আজ ভারতে ২১ দিনের লক ডাউনের দশম দিন।
ভারতে ২৩০০ উপরে মানুষ এই রোগে আক্রান্ত। প্রাণ হারিয়েছেন ৫০ এর উপরে মানুষ।
চীন থেকে ছড়িয়ে করোনাভাইরাস এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
