Entertainment
Priyanka Chopra
মুম্বাই, সেপ্টেম্বর ১২ঃ মজার ছলে কি না হয়, আর প্রিয়াঙ্কা চোপড়া যদি সেই মুহূর্তের জন্য দায়ি হয়ে তবে ত ক্তহাই আলাদা।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে ওনার আগামী বলিউড ছবি দ্যা স্কাই ইস পিঙ্ক ছবি।
সেই ছবির একটি সংলাপকে নিয়ে মুম্বাই পুলিশের এই টুইট বার্তা সৃষ্টি করেছে যত মজা।
ছবির ট্রেলারে একটি দৃশ্যে প্রিয়াঙ্কা বলছেনঃ "আয়েশা (জাইরা ওয়াসিম) একবার সুস্থ হয়ে উঠুক, তার পর আমরা দু’জনে মিলে (প্রিয়াঙ্কা এবং ফারহান) ব্যাংক ডাকাতি করবো।"
আর এই সংলাপের পরেই মুম্বাই পুলিশ টুইট করে বলেন "ভারতীয় দণ্ডবিধির ৩৯৩ ধারা অনুযায়ী সাত বছরের জেল ও জরিমানা হতে পারে।"
Oops
