Bangladesh

World Bank to donate USD 48 crore to Rohingys

World Bank to donate USD 48 crore to Rohingys

Bangladesh Live News | @banglalivenews | 29 Jun 2018, 05:19 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ২৯: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি মার্কিন ডলারের অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিষ্কাশন ও সামাজিক নিরাপত্তা ব্যয় মেটানোর জন্য এ সহায়তা দেওয়া হবে।


এর মধ্যে ৫ কোটি ডলার খরচ করা হবে বিদ্যমান স্বাস্থ্য সহায়তা প্রকল্পে।

 

এর মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাতৃত্বকালীন, নবজাতক, শিশু-কিশোরদের স্বাস্থ্যসেবা, প্রজননজনিত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনায় সহায়তা দেওয়া হবে।


এক বিবৃতিতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ দেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

 

তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।


এদিকে, রোহিঙ্গা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ১ ও ২ জুলাই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।


মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্বিচারে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের মুখে গত বছরের ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


রাখাইনে সেনাবাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসাবে চিহ্নিত করেছে জাতিসংঘ।

 

এর আগেও বিভিন্ন সময়ে রোহিঙ্গারা তাদের আবাসভূমি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে এখন প্রায় ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে।