Bangladesh

Work with efficiency, fairness and skill, Hasina tells Cabinet members

Work with efficiency, fairness and skill, Hasina tells Cabinet members

Bangladesh Live News | @banglalivenews | 21 Jan 2019, 06:50 am
ঢাকা, জানুয়ারি ২১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে নতুন মন্ত্রিসভার সদস্যদের কাজ করতে নির্দেশ দিয়েছেন।

এই নিয়ে টানা তিনবার জয় লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বাংলাদেশে।

হাসিনা নিজে জীবনে চারবার প্রধানমন্ত্রী হয়েছেন।

সোমবার তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে হাসিনা নিজের মন্ত্রিসভার সদস্যদের এই নির্দেশ দেন।

  আজকের এই বৈঠকে  একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়া অনুমোদনসহ কয়েকটি আইনের খসড়া অনুমোদন দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়।

   মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে নেওয়া অদক্ষেপের বিষয়গুলি তুলে ধরে।

সাংবাদিকদের উনি বলেন যে আজকের বৈঠকে  প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর কথা বলেছেন।