Bangladesh

Will delete names mistakenly added to Razakar list
Amirul Momenin

Will delete names mistakenly added to Razakar list

Bangladesh Live News | @banglalivenews | 18 Dec 2019, 06:56 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১৮ : প্রকাশিত রাজাকারের তালিকায় ভুলভাবে কারও নাম এলে তা বাতিলের জন্য আবেদন করা যাবে। এ আবেদন যাচাই করে তালিকা থেকে নাম বাদ দেয়া হবে। রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধী তালিকার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ব্যাখ্যা থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গণমাধ্যমে এ ব্যাখ্যা পাঠিয়েছে। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী ব্যাখ্যায় বলেছেন, গত ১৫ ডিসেম্বর (রোববার) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা থেকে যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে।

অভিযোগ পাওয়া গেছে, এ তালিকায় বেশকিছু নাম এসেছে, যারা রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটি বা স্বাধীনতাবিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ব্যাখ্যায় জানিয়েছেন আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারও নাম এসে থাকে, আবেদনের প্রেক্ষিতে যাচাই অন্তে তার/তাদের নাম এ তালিকা থেকে বাদ দেয়া হবে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।’