Bangladesh
Why visit Singapore-Bangkok when ill?: questions PM Sheikh Hasina
শনিবার আন্তর্জাতিক নার্সেস দিবস এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের (এনআইএএনইআর) উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার জন্য হাসিনা এই কথাগুলি বলেছেন।
“একটা রোগ হলে দৌড়াতে হবে সিঙ্গাপুর, দৌড়াতে হবে ব্যাংকক, ইন্ডিয়ায় দৌড়াতে হবে, কেন ?," হাসিনা বলেন।
উনি বলেন রোগ চিকিৎসা করতে এই দেশের চিকিৎসকেরাও পারবেন।
"তারা ভালো করে দিতে পারবে, আমরা কেন পারব না ? এই প্রশ্নটা বারবার আমার মনে হয়। আমরা কেন পারি না? আমরা কেন পারব না ? আমাদেরও পারতে হবে," প্রধানমন্ত্রী বলেন।
উনি বলেন এই দেশের সমমানের চিকিৎসা দেওয়ার শক্তি অর্জন করতে হবে।
" সমমানের সমমর্যাদার চিকিৎসা সেবা আমরাও দিতে পারব," উনি বলেন।
উনি বলেনঃ "আমাদের নার্স, ডাক্তার তাদের ভেতর এই কথাটা সব সময় থাকতে হবে.. মানুষ যখন রোগী হয়ে আসে, তখন ওষুধের থেকেও ডাক্তার বা নার্সদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের একটা সহানুভূতিশীল মনোভাব থেকেই অর্ধেক রোগী ভালো হয়ে যেতে পারে।”
রোগের বিষয় উনি বলেনঃ "ডায়াগনোসিসে কোথায় যেন বিরাট ভুল হয়ে যায়। সেজন্য স্কিলড মানুষ তৈরি করা প্রয়োজন।”
