Bangladesh

Voting Awami League will lead to its development: Sajeev

Voting Awami League will lead to its development: Sajeev

Bangladesh Live News | @banglalivenews | 29 Oct 2018, 04:46 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ২৯ : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, নৌকায় ভোট দিন, কথা দিলাম ২০৪১ সালে দেশ উন্নত হবে।

রোববার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, বিএনপির আমলে দেশ দুর্নীতি ও জঙ্গীবাদে চ্যাম্পিয়ন ছিল, আর আওয়ামী লীগের আমলে দেশ ডিজিটাল হয়েছে।

 

তৃতীয়বারের মতো হওয়া এই আয়োজনের প্রথম দিন ৫০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয় এবং দ্বিতীয় দিন সেরা ৩০টি প্রতিষ্ঠানকে বাছাই করে হাতে তুলে দেওয়া হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।


প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের হাত থেকে সেরা ১০ প্রতিষ্ঠান সরাসরি এই পুরস্কার গ্রহণ করছে।