Bangladesh
Two sisters die in flood waters
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২ : কিশোরগঞ্জের ইটনায় বন্যার পানিতে ডুবে জুয়েল ও সোহেল নামে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হীরনপুর মীরারকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জুয়েল (৩) ও সোহেল (৩) মীরারকান্দি গ্রামের মো. আলিমুদ্দিনের ছেলে।
ইটনা থানা পুলিশের ওসি মো. মুর্শেদ জামান জানান, ওই দুই শিশু সকালে ঘরের ভেতরেই ছিল।
তাদের ঘরে বন্যার পানি উঠেছে। বেলা ১১টার দিকে সবার অগোচরে শিশু দুটি পানিতে পড়ে যায়।
পরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
