Bangladesh
Two minors drown while collecting water lily in Rajshahi
শিশু মাহিম পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মাহাবুর রহমানের ছেলে। অপরদিকে চারঘাটের রাওথা এলাকার শফিকুল হকের একমাত্র ছেলে রাহুল।
রাওথা এলাকায় নানা জিয়াউর রহমানের বাড়িতে থাকতো মাহিম। এ দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের মাতম। মৃত মাহিমের নানা জিয়াউর রহমান জানান, মাহিমের শাপলা তোলার এক ধরনের নেশা ছিল। প্রতিদিনই বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন পুকুরে শাপলা তুলতো।
সোমবার দুপুরের দিকে হঠাৎ করেই মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে খোঁজ নিয়ে জানা যায় মাহিমের সঙ্গে প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুলও নেই। অনেক খোঁজাখুঁজির পরে রেজাউল হক নামের এক ব্যক্তি জানান তাদের দুই শিশুকে স্থানীয় নবীর উদ্দিনের পুকুরের দিকে যেতে দেখেছেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসীর সহায়তায় শুরু হয় পানিতে তল্লাশি। পরে ওই পুকুর থেকে মাহিম ও রাহুলের অচেতন দেহ উদ্ধার করা হয়।
দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
