Bangladesh

Two killed in road mishap in Bangladesh

Two killed in road mishap in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 05 Feb 2020, 06:50 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ৫ : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার হাজী ফজলুল হকের ছেলে হেদায়াতুল হক (৪৫) এবং তার মেয়ে সারা পারভিন (৪)। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে হেদায়াতুলের বড় মেয়ে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, শহরের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের শিক্ষক হেদায়াতুল বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন।

পথিমধ্যে মহাসড়কের জাগীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত বড় মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।