Bangladesh
Two Ansarullah Bangla team members in remand
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ২৯ : নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে র্যাবের তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল্লাহর আবেদনের প্রেক্ষিতে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আটক দুজন হলেন- নাটোর সদর উপজেলার কৈগাড়ির আরিফুল ইসলাম ও ফরিদপুর আমহাটির রবিউল ইসলাম।
আদালত সূত্র জানায়, গত বছরের ৩১ অক্টোবর নাটোর সদর উপজেলার কৈগাড়ি ও ফরিদপুর আমহাটি এলাকায় অভিযান চালিয়ে আরিফুল আসলাম ও রবিউল ইসলামকে অস্ত্রসহ আটক করে র্যাব। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মঙ্গলবার মামলার তদন্তের স্বার্থে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
