Bangladesh
Trawler capsizes in Bangladesh, 26 workers missing
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাদাম তোলার জন্য ২৬ জন শ্রমিক নিয়ে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে শয়তানখালী পদ্মা নদীর ঘাট থেকে একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা চরনাছিরপুরে যাচ্ছিল। মাঝ পদ্মায় বাতাস উঠলে সেটি ডুবে যায়।
নিখোঁজরা হলেন চুয়াডাঙ্গার মো: শাহাবুর (৩৫), শিলন মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক হোসেন (৪০) এবং সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাছের খাঁর ডাঙ্গী গ্রামের মো: শহিদ (১৬) ও রুবেল হোসেন (২৭)। নিখোঁজদের পরিবারে চলছে স্বজন হারানোর আর্তনাদ।
জানা গেছে, ঢেউখালীর নওয়াব মোল্লার ঘাট থেকে প্রথমে ১৬ জন শ্রমিক ও পরে শয়তানখালীঘাট থেকে ১০ জন মোট ২৬ জন শ্রমিককে বাদাম তোলার জন্য চরনাসিরপুর ইউনিয়নের দিয়ারার চরে যাচ্ছিল।
একজন শ্রমিক জানান, শয়তানখালী ঘাট থেকে নৌকাটি ছাড়ার ৫ মিনিট পর নদীর তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান ঘটনাস্থলে যান।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, ঘটনার পর থেকেই স্পিডবোট নিয়ে নিখোঁজ শ্রমিকদের সন্ধান শুরু হয়। পরে ঢাকা থেকে ৬ সদস্যের ডুবরি দল এসে তল্লাশি চালাচ্ছেন।
