Bangladesh

Train mishap leaves one man injured

Train mishap leaves one man injured

Bangladesh Live News | @banglalivenews | 15 Jun 2018, 07:45 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ১৫ঃ: ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে ট্রেনের দরজা থেকে হাত ফসকে পড়ে পা হারিয়েছেন এক যুবক।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর অদূরে বিমানবন্দর রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

 

আহত সোহেল রানাকে (২৭) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোহেল বিমানবন্দর রেলস্টেশন থেকে রাজশাহী এক্সপ্রেসে উঠেছিলেন।

 

ট্রেনটি কিছুদূর যাওয়ার পর তিনি পড়ে গেলে ট্রেনের চাকায় তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সিএমএইচে নিয়ে যান।

 

সোহেল স্বজনদের সঙ্গে ঢাকা থেকে গাইবান্ধা ঈদ করতে যাওয়ার সময় এই দুর্ঘটনায় পড়েন।