Bangladesh

Train hits Van, Four Killed

Train hits Van, Four Killed

| | 20 Mar 2018, 11:46 pm
ঢাকা, মার্চ ২১ঃ বুধবার ফেনীতে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি কভার্ড ভ্যানকে ট্রেন ধাক্কা মারায় চারজন ব্যাক্তি প্রাণ হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানিয়েছেন  বুধবার ভোর ৪টার দিকে ফেনীর বারাহিপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ জানিয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন দুইজন।

 

পুলিশ জানিয়েছেন যে এই দুর্ঘটনার পর থেকে  লেভেল ক্রসিংয়ের গেইটম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিথা যখন ফেনী রেলওয়ে স্টেশনের কাছে বারাহিপুর রেলক্রাসিং পৌঁছায় সেই সময়  কভার্ডভ্যানটিকে ধাক্কা মারায় সেটি ক্ষতিগ্রস্ত হয়।

 

কভার্ডভ্যানের চালকসহ তিনজন দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই প্রাণ হারান, জানিয়েছেন পুলিশ।

 

পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান।

 

সেই সময় তিনজন আহতকে উদ্ধার করা হয়।

 

পরে, তাদের মধ্যে একজন মারা যান।

 

নিহত ব্যাক্তিদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

 

এখন এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

ছবিঃ বাংলাদেশের একটি ট্রেনের ফাইল ছবি সৌজন্য উইকিপিডিয়া কমন্স