Bangladesh

Teesta,Rohingya issue to be highlight while discussion between Hasina,Modi and Mamata

Teesta,Rohingya issue to be highlight while discussion between Hasina,Modi and Mamata

Bangladesh Live News | @banglalivenews | 22 May 2018, 06:20 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২২ : বিশ্বকবির স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে নির্মিত বাংলাদেশ ভবন উদ্বোধন উপলক্ষে ২৫ মে শুক্রবার দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংগে যৌথভাবে তিনি এই ভবন উদ্বোধন করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। এই বৈঠকে বহুল কাঙ্খিত তিস্তা পানিবণ্টন চুক্তি এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। 

 


বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানাবেন। আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষে মমতা ব্যানার্জির সঙ্গেও সাক্ষাত করবেন শেখ হাসিনা।

 

মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকেও তিস্তা এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

 

শেখ হাসিনার এই সফরের প্রধান উদ্দেশ্য বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন করা

 

এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেয়া।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির উপস্থিতিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন করা হবে। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেও এবারই প্রথমবারের মতো ওই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মোদি।

 

দুই বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ভবন। এখানে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত নানা ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালাসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক। থাকছে রবীন্দ্রনাথের বাংলাদেশ অবস্থানের নানা তথ্য, ইতিহাস, স্মারক ও চিত্রাবলি।