Bangladesh
Teesta flowing over danger mark
হাতীবান্ধার দোয়ানী তিস্তা ব্যারাজ পয়েন্টের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, শনিবার (২০শে জুন) সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে (অর্থাৎ ৫২.৮০ সেন্টিমিটার দিয়ে) প্রবাহিত হয়। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে পানির মাত্রা কিছুটা কমে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইতে থাকে। পানির চাপ কমাতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। তবে সময়ের সঙ্গে পানির মাত্রা কমে যেতে পারে বলে মনে করেছেন পানি উন্নয়ন বোর্ড।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর পানি বিপত্সীমা ছুঁইছুঁই করছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চল।
১) বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি।
