Bangladesh
Teesta flood triggers panic across nation
নদীর তীরবর্তী চর ও গ্রামগুলোর বসতঘরে ঢুকছে ঢলের পানির। সেই সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজের বাইশপুকুর পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার। পানির শোঁ শোঁ শব্দ আর গর্জনে আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
বন্যায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ এখন নিঃস্ব। এরপর আবার বন্যার আতঙ্কে তারা। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি হু-হু করে বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে । এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা বুধবারও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই মাসের মাঝামাঝিতে বর্ষার ভরা মৌসুমে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা করছে সং¯’াটি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের উজানে ভারি বৃষ্টির কারণে চলতি মাসের দ্বিতীয়ার্ধে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যা পরি¯ি’তির সৃষ্টি হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এদিকে মৌসুমী বায়ু দেশজুড়ে সক্রিয় থাকায় মধ্য আষাঢ়ের পর মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। আরও দুই দিন মাঝারি থেকে ভারি বৃষ্টির পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বো”চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে ১৭০ মিলিমিটার। এ সময় রাঙামাটিতে ১৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। ভারি বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অ¯’ায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
