Bangladesh
Sirajgunj: 8 electrocuted to death
আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সয়দাবাদ এলাকার কাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল্লাহ (১৪), সজিব (১৩), আ. সাত্তার (৫০), রফিকুল (৩০), রাজ (১৪), মমিন (৩০), সানোয়ার (২৫) ও হাবিব (২৫)। এদের সবার বাড়ি উপজেলার কাদাই গ্রামে।
স্থানীয়রা জানান, উপজেলার কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টংদোকান ডুবে যায়। দোকানটি ১০-১২ জনকে নিয়ে অন্য স্থানে সরানো হচ্ছিল। এ সময় পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানির ওপর পড়ে যান। পরে তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আটজনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আগের পিডিবি বর্তমানে নার্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘বাজেট না থাকার কারণে ওই এলাকায় আমাদের অরক্ষিত কিছু লাইন আছে। দুই দশক ধরে এভাবেই লাইন দেওয়া হচ্ছে। পুরনো লাইনগুলো সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানিয়েছি। তবে বাজেট না আসার কারণে তা ঠিক করা সম্ভব হচ্ছে না। ’
এদিকে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা নিহতদের আটজনের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
