Bangladesh
Shilaidoh kuthibari to make development work for Bangladesh
তিনি বলেন, শিলাইদহ কুঠিবাড়ীর সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে পর্যটক সংখ্যা বাড়ার পাশাপাশি রাজস্ব আদায়ও কয়েকগুণ বেড়ে যাবে।
প্রত্নতত্ত্ব সূত্র জানায়, বিগত ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৪৬ লাখ টাকা এবং চলতি অর্থবছরে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত আদায় হয়েছে ৪০ লাখ ২০ হাজার টাকা। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ পরিদর্শন করেন। সেই সময় তাঁর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভারত সরকার রবীন্দ্র কুঠিবাড়ি সম্প্রসারণের জন্য প্রায় ১২ কোটি টাকা অনুদান দেয়।
২০১৫ সালের ২৯ অক্টোবর কুঠিবাড়ি চত্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সংবলিত ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
২০১৭ সালের ৯ মার্চ ‘শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়ার সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম’ এর অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর কুঠিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-র তৎকালীন সচিব কাজী শফিকুল আযম এবং ঢাকায় ভারতের তৎকালীন রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই প্রকল্পের নকশা প্রণয়ন করেছেন স্থাপতি রবিউল হোসাইন। এর মাঠ পর্যায়ে কাজ সম্পাদন করছে গণপূর্ত অধিদফতর। প্রত্নতত্ত্ব অধিদফতরের সার্বিক সহযোগিতায় প্রকল্পের কাজ এ বছরেই শেষ হবে।
