Bangladesh

Sheikh Hasina sends strong message to OikyoFront

Sheikh Hasina sends strong message to OikyoFront

Bangladesh Live News | @banglalivenews | 14 Feb 2019, 06:18 am
ঢাকা, ফেব্রুয়ারি১৩ঃ গণতন্ত্রের মন্ত্রে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একা কাজ করতে চান না উনি। স্বাধীন গণতান্ত্রিক দেশে যে বিরোধীদের অংশ নেওয়ার বিষয় আছে তা উনিও গুরুত্ব দেন।

বুধবার সংসদে নিজের বক্তব্য রাখার সময়

 

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে সংসদে আসার আহ্বান দেন হাসিনা।


তবে, হাসিনা মনে করিয়ে দেন যে ঐক্যফ্রন্ট সংসদে না এসে  ‘রাজনৈতিক ভুল’ করছেন।

 

গত বছর ডিসেম্বর ৩০ তারিখে বাংলাদেশে আয়োজিত হয় সাধারণ নির্বাচন ও সেখানে দুরন্ত জয় লাভ করে আওয়ামী লিগ।

 

আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের বিপরীতে এই নির্বাচনেই ভরাডুবি ঘটে বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টের।

 

ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতরা আজ পর্যন্ত এই সংসদের সদস্য হিসেবে শপথ নেয়নি।

 

হাসিনা বলেন এক সাথে উনি দেশ গড়তে চান।

 

“আমরা সকলের সম্মিলিতভাবে দেশটাকে গড়ে তুলতে চেয়েছি। এ জন্য নির্বাচনের আগে সকল দলকে ডেকেছিলাম।  তাদের সঙ্গে সুন্দর পরিবেশে বৈঠক করেছি এবং নির্বাচন করার আমন্ত্রণ করেছিলাম," হাসিনা বলেন।

 

“১০ বছরের উন্নয়নের সুফল বাংলাদেশের মানুষ পেয়েছে বলেই বহু পূর্ব থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা আমাদের নৌকা মার্কায় ভোট দেবেন। জনগণ সেই ভোট দিয়েছেন,” উনি বলেন।

 

বিএনপির বিষয় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যারা নির্বাচনে অংশগ্রহণ করে অল্প সিট পেয়েছে, সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। কারণ ভোটের মালিক জনগণ, তারা যাকে খুশি তাদের ভোট দেবেন এবং সেইভাবেই তারা ভোট দিয়েছেন।"

 

“যদি তারা সংসদে আসে আর তাদের যদি কোনো কথা থাকে, তা বলার একটা সুযোগ পাবেন। এই সুযোগ কেবল সংসদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন সংসদের কার্যক্রম মিডিয়াতে সরাসরি যায়, সংসদ টেলিভিশনও আছে। এটার মাধ্যমে সারা দেশবাসী তাদের কথা শুনতে পাবেশ," উনি বলেন।