Bangladesh

Sheikh Hasina returns to Bangladesh

Sheikh Hasina returns to Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 26 May 2018, 11:12 pm
কোলকাতা/ঢাকা, মে ২৭ঃ ভারত সফর শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বাংলাদেশে ফিরেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনে সরকারী সফরে গেছিলেন উনি।

 

শনিবার দিবাগত রাতে উনি দেশে ফেরেন।

 

সফর শেষে, হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

 

শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবরসেশে,হাসিনা শুক্রবার যোগ দিয়েছিলেন।

 

পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওনাকে শনিবার সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেন।

 

শান্তিনিকেতনে সদ্য নির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন হাসিনা ও মোদী।

 

এই সফরে ওনারা দ্বিপাক্ষিক বৈঠকেও বসেন।

 

কলকাতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন ‘জোড়াসাঁকো ঠাকুর বাড়ি’ পরিদর্শন করেন উনি।


কলকাতা চেম্বার নেতারা ওনার সাথে ভারতের এই শহরে সাক্ষাৎ করেন।