Bangladesh

Rongpur: Two buses collide, 5 killed

Rongpur: Two buses collide, 5 killed

Bangladesh Live News | @banglalivenews | 02 Sep 2018, 06:23 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ২ : রংপুর শহওে রোববার দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শহরের সিও বাজার এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ জানায়, বগুড়া থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী বিআরটিসি একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ সময় বাস দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।