Bangladesh
Rongpur Nuclear plant: Hasina makes another crucial inauguration
ঢাকা, জুলাই ১৪ঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই কাজের আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার দুপুর ১২টায় হাসিনা এই উদ্বোধনটি করেছেন।
ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের ভেতর আজ হাসিনা পৌঁছান।
সেখানে, পৌঁছালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ আয়োজকেরা হাসিনাকে স্বাগত জানান।
আজ হাসিনার সাথে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিসভ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণকাজের উদ্বোধন গত নভেম্বর ৩০ করেছিলেন হাসিনা।
১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট উৎপাদনে আসতে আসতে ২০২৩ সাল হয়ে যাবে বলে অনুমান।
