Bangladesh

Rome: Special building unveiled Bangladesh Embassy

Rome: Special building unveiled Bangladesh Embassy

Bangladesh Live News | @banglalivenews | 06 Feb 2020, 08:13 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ৬ : রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার সকালে রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবনটি ঘুরিয়ে দেখান। এ সময় দূতাবাস কর্মকর্তাদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।   
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   


দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তাদের আলোচনায় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে। সেখানে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও রোমের মধ্যে তিনটি চুক্তি সই হতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছেন। প্রস্তাবিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক আলোচনা ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা।


মোমেন বলেন, ‘আমরা এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছি। কারণ এ সফরে বাংলাদেশে ইতালীয় উদ্যোক্তাদের নতুন বিনিয়োগের সন্ধান, ইতালিতে আরও বিভিন্ন পণ্য রপ্তানি এবং দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্র অনুসন্ধান করার প্রয়াস চালানো হবে।’


আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজই তিনি রোম থেকে মিলানে যাবেন। পরদিন মিলান থেকেই দেশের উদ্দেশে রওনা হবেন। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার রোম পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ইতালির স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্তিয়ানো কোত্তাফাবি। বাংলাদেশি রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।