Bangladesh

Rampal: Two killed in crane mishap

Rampal: Two killed in crane mishap

Bangladesh Live News | @banglalivenews | 17 Mar 2019, 11:38 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ১৮: বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে ক্রেন ছিঁড়ে আবারও কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসির হোসেন (২৭) ও আসাদুর রহমান (৩২) নামে ওই দুই শ্রমিক নিহত হন।

নাসির চাপাইনবাবগঞ্জ সদরের কালিনগর গ্রামের অনসার আলীর ছেলে এবং আসাদুর রহমান রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে। রামপাল থানা পুলিশের ওসি মো. লুৎফর রহমান বলেন, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ক্রেন ছিঁড়ে ওই দুই শ্রমিক আহত হন। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

রাতেই তারা চিকিৎসাধীন আবস্থায় মারা যান। তবে কখন এ দুর্ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেননি।


এর আগে ৩ মার্চ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারের নিচে চাপা পড়ে এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামের দুই শ্রমিক নিহত হয়েছিলেন।