Bangladesh

Rajshahi border: 10 Bangladeshis shot

Rajshahi border: 10 Bangladeshis shot

Bangladesh Live News | @banglalivenews | 02 Sep 2019, 11:58 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ৩ : রাজশাহী সীমান্তে বাংলাদেশিদের ওপর ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ)’র গুলিতে অন্তত ১০ বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী শহর সংলগ্ন চর খানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বিএসএফ এলোপাতাড়ি শর্টগানের গুলি ছুঁড়লে অন্তত ১০ বাংলাদেশি আহত হন। আহতরা হলেন, রুমন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২), রুবেল (২৫), দলাল (৪০), জোটু (৪০), সুরুজ (১৯) এবং সুমন (৩০)। তারা পদ্মার ওপারের খানপুর গ্রামের বাসিন্দা। সবাই কৃষক বলে জানা গেছে। আহতদের দাবি, তারা জমিতে ফসল বুনছিলেন। ওই সময় ট্রাকে করে বিএসএফ সদস্যরা এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।


প্রাণ বাঁচাতে বিভিন্ন দিকে ছুটে পালান তারা। পরে বিএসএফ সদস্যরা তাদের কোদাল নিয়ে যায়। ঘটনার পর পদ্মা পাড়ি দিয়ে এসে তারা রাজশাহীতে চিকিৎসা নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

 

তিনি বলেন, ছাররা গুলিতে বাংলাদেশি তিনজন কৃষক আহত হওয়ার খবর তাদের কাছে আছে। তবে ১০ জনের বিষয়টি তাদের জানা নেই। আর শর্টগান দিয়ে এলোপাতাড়ি রাবার বুলেট ছোড়া হয়েছে বলে তারা শুনেছেন। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।


বিজিবির এ কর্মকর্তা বলেন, বিএসএফ তাদের জানিয়েছে যে, সকালে তিন-চারজন বাংলাদেশি ব্যক্তি ঘাস কাটতে কাটতে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিলেন। তখন বিএসএফ রাবার বুলেট ছোড়ে। এরপর বাংলাদেশিরা গ্রামে পালিয়ে আসেন। এরপর আবার গ্রামবাসী একত্রিত হয়ে বিএসএফের ওপর হামলা করতে যায়।  ‘আত্মরক্ষায়’ বিএসএসফ রাবার বুলেট ছুঁড়েছে।


তবে এ ঘটনায় বিজিবিরপক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান তিনি।