Bangladesh

Prime Minister Sheikh Hasina to be given tribute in Dhaka tomorrow

Prime Minister Sheikh Hasina to be given tribute in Dhaka tomorrow

Bangladesh Live News | @banglalivenews | 20 Jul 2018, 06:01 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২০ : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হবে।

এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা।

 

নগরীর বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা, প্রধানমন্ত্রীর সাফল্যগাঁথা তুলে ধরে বিলবোর্ড-প্ল্যাকার্ড ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

 

ইতিমধ্যেই সংবর্ধনাস্থল সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে ।

 

নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার থেকেই উদ্যানে অবাধ প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

 

এছাড়া শনিবার উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

 

ওই দিন বেলা ১টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শাহবাগ থেকে মৎস্য ভবন, টিএসসি হতে দোয়েল চত্বর রাস্তা বন্ধ থাকবে।

 


ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংবর্ধনা প্রদান উপলক্ষে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সাধারণ জনগণের আগমন ঘটবে।

 

এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

 

ওই দিন বেলা ১টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎস্য ভবন, টিএসসি থেক দোয়েল চত্বর রাস্তা বন্ধ থাকবে।


এছাড়া প্রয়োজনে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চাঁনখারপুল, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ গাড়িগুলোকে ডাইভারশান দেয়া হতে পারে।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর গংবর্ধনা অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটবে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংবর্ধনায় দলবল নিয়ে যোগদান করতে প্রস্তুতি নিচ্ছেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ‘গ্লোবালগ্রামিট অব উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দেয়া, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পৌঁছানো ও ভারতের আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিপ্রাপ্তিসহ বেশ কিছু অসাধারণ অর্জন লাভ করায় প্রধানমন্ত্রীকে দলের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত কয়েকদিন যাবত সোহরাওয়ার্দী উদ্যোনের পূর্বদিকে উত্তর দক্ষিণ মুখ করে বিশাল মঞ্চ তৈরির কাজ চলছে।


শাহবাগ থেকে বিমানবন্দর অভিমুখী বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বড় ছবি, বিলবোর্ড ও স্টিকারে সাফল্যগাঁথা লেখা শোভা পাচ্ছে। শাহবাগের অদূরে শেরাটন মোড়ে বেশ কিছু নৌকা ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাতে লেখা রয়েছে গণতন্ত্র, উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকা।