Bangladesh
President Hamid wishes nation on Eid
আজ রাষ্ট্রপতি বলেনঃ "ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। উৎসবের এই আনন্দ যাতে সমাজের প্রতিটি মানুষ ভোগ করতে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। নিজের আনন্দকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারলেই রমজান ও ঈদুল ফিতর তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।”
রাষ্ট্রপতি আজ েই কথাগুলি বলছেন যখন উনি বঙ্গভবনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন।
আজকের এই অনুষ্ঠানে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও পরিবারের সদস্যরা এই স্ম্যুপস্থিত ছিলেন।
এই সময় রাষ্ট্রপতি বলেন যে ঈদ ফল শান্তির উৎসব।
“ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডুকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমত সহিষ্ণুতিা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে," বাংলাদেশের নেতা বলেন।
আজ বাংলাদেশের মানুষ ঈদ পালন করছেন।
