Bangladesh

PM to unveil another major project on Sept 5

PM to unveil another major project on Sept 5

Bangladesh Live News | @banglalivenews | 12 Aug 2018, 07:08 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ১২ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর মাওয়ায় পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন। রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন।

পদ্মা সেতু নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের কারণে নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

 

রেলমন্ত্রী বলেন, অনেকে প্রশ্ন তুলেছেন পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল সম্ভব কি-না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন সম্ভব। অন্যান্য যানবাহনের সঙ্গে পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেনও চলবে।


শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ এলাকা পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা ও চার লেনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। এছাড়া ফলক উন্মোচনের স্থান নির্ধারণ কওে বলেন, রেল লাইন শুরু হবে ঢাকা থেকে।

 

মাওয়া হয়ে জাজিরা, ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর যাবে। খুব দ্রুতই কাজ শুরু হবে। যখন অন্যান্য যানবাহন চলবে, সেইসঙ্গে যাতে ট্রেনও চলে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।*