Bangladesh
PM Hasina urges people maintain purity of Ramzan month
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে এ আহবান জানান। পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি তিনি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, রমজান আত্মসংযম, অনুকম্প ও ক্ষমা লাভের মাস। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়।
‘করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে বিশ্ব বিপর্যস্ত এবং ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারী হিসেবে আখ্যায়িত করেছে’ উল্লেখ করে তিনি এ প্রেক্ষাপটে সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে এবারের রমজানের তারাবিসহ অন্যান্য সকল নামাজ নিজ নিজ বাসায় বসে আদায়ের আহবান জানান।
প্রধানমন্ত্রী রোজাদারদের প্রতি ঘরে অবস্থান করে বেশি বেশি করে কোরআন শরীফ তেলওয়াত এবং যিকির ও নফল এবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়ে দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারী হতে মুক্তি দেয়ার জন্য পরম করুনাময় আল্লাহতাআলার রহমত কামণার আহ্বান জানান।
