Bangladesh

Padma Setu will be completed before time
Amirul Momenin

Padma Setu will be completed before time

Bangladesh Live News | @banglalivenews | 31 Dec 2019, 11:31 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ৩১ : মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ২০তম স্প্যান বসানো হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। ১৯তম স্প্যান বসানোর ১৩ দিনের মাথায় ২০তম স্প্যানটি বসানো হলো। এর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান হয়েছে। পুরো সেতুটি নির্মাণ করা হচ্ছে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে। বড় কোনো সমস্যা না হলে প্রত্যাশা অনুযায়ী ২০২১ সালের জুনের আগেই দেশের মানুষের স্বপ্নের এ সেতু চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সকাল সাড়ে ১০টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২০তম স্প্যানটিকে দুপুর ১টায় বসানো সম্পন্ন হয়। তিনি আরও জানান, এ শিডিউল মেনে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।

জানা যায়, পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ২০টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বড় কোনো সমস্যা না হলে প্রত্যাশা অনুযায়ী ২০২১ সালের জুনের আগেই দেশের মানুষের স্বপ্নের এ সেতু চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। 

সূত্র জানায়, কোনো প্রকার দুর্যোগ-দুর্বিপাক না হলে, পদ্মা নদীতে এখন থেকে প্রতি মাসেই তিনটি করে স্প্যান বসবে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে স্প্যান বসানোর কাজ শেষ হবে। সার্বিকভাবে পদ্মা সেতুর ৭৫ শতাংশ এবং ব্রিজের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।